মহিপুরে কোষ্টগার্ডের অভিযানে ৩০ মন  জাটকা জব্দ

রবিবার ১৪ নভেম্বর ২০২১ ২২:৪৮


:: মহিবুল্লাহ পাটোয়ারী, (মহিপুর -কুয়াকাটা) প্রতিনিধি ::
 
 
পটুয়াখালীর মহিপুরে নিজামপুর কোষ্টগার্ডের অভিযানে ৩০  মন জাটকা ইলিশ জব্দ করাহয়।
 
রবিবার সন্ধায়  হাজিপুর শেখ জামাল সেতুর টোল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার  এম জমির হোসেনের নেতৃত্বে ঢাকা গামি বিভিন্ন পরিবহনে   অভিযান পরিচালনা করে ৩০ মন  জাটকা ইলিশ জব্দ করে নিজামপুর কোষ্টগার্ড। 
 
পরবর্তীতে উপজেলা মৎষ্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে জব্দকৃত মাছ বিতরন করা হয়। 
 
এসময় কন্টিজেন্টাল কমান্ডার এম জমির হোসেন বলেন জাটকা নিধন কারিদের কোনভাবে ছাড় দেওয়া হবেনা। আমাদের জাটকা নিধন বিরোধী অভিযান অব্যহত থাকবে।
 
ইলিশের উৎপাদন বাড়াতে গত ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। এসময় কেউ জাটকা ধরা, বিক্রি, মজুত ও পরিবহন করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

এমএসি/আরএইচ