মহাদেবপুরে অবৈধভাবে ধান-চাল মজুদ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১১


:: অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি ::
 
নওগাঁর মহাদেবপুরের সরস্বতীপুর বাজারের পাশ্ববর্তী এসিআই অটো রাইস মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, জেলা এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে ও জেলা খাদ্য অফিসের সমন্বয়ে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাহারুল ইসলাম  বৃহস্পতিবার বেলা ১০টার দিকে এসিআই অটো রাইস মিলে অবৈধভাবে ধান চাল মজুদ রাখার দায়ে অটো রাইস মিলের প্রোডাকশন কর্মকর্তা উপজেলার সরস্বতীপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আবু সামস মোঃ রফিকুল ইসলাম (৩৫) কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১৯৫৬ অত্যব্শ্যপূর্ণ ২/৩ ধারার অপরাধে ৫০ হাজার টাকার মামলা দায়ের করেন। এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কারী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তির অর্থদণ্ড প্রদানকালে গোডাউনে মজুদকৃত চাউল আগামী ১৫ মার্চ ২২ ও মজুদকৃত ধান ২০ মার্চ ২২ তারিখের মধ্যে বাজারজাত করার জন্য নির্দেশ প্রদান করেন।
 
এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহারুল ইসলাম।
 

এমএসি/আরএইচ