মদের উম্মুক্ত লাইসেন্স দেয়ার প্রতিবাদে সিরাজগঞ্জ শহরে হঠাৎ জামায়াতের বিক্ষোভ

বুধবার ২৩ ফেব্রুয়ারি ২০২২ ১৯:০৮


:: সাইদুল ইসলাম আবির, সিরাজগঞ্জ ::
 
মদের উম্মুক্ত লাইসেন্স দেয়ার প্রতিবাদে হঠাৎ করেই সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতের নেতাকর্মীরা। 
 
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ শহর জামায়াতের উদ্যোগে শহরের এস বি ফজলুল হোক রোডে ঝটিকা মিছিল বের করা হয়। 
 
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে  জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি  অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, সরকার কথিত মাদকবিরোধী অভিযানের নামে নির্বিচারে মানুষ হত্যা করলেও এখন মদের লাইসেন্স দিয়ে দেশের বৃহত্তর জনগোষ্ঠী আবেগ-অনুভূতি, বোধ-বিশ্বাস ও ধর্মীয় অনুভূতিতে যে আঘাত হেনেছে তা তৌহিদী জনতা কোনভাবেই মেনে না। তিনি সরকারকে  অবিলম্বে গণবিরোধী  মাদক আইন প্রত্যাহারের আহবান জানান। 
 
সিরাজগঞ্জ জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলামের নেতৃত্বে  বিক্ষোভ মিছিলে  শহর জামায়াতের সহকারী সেক্রটারি অধ্যাপক জুবায়ের হোসেন, কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট আবু তালেব, আশরাফুল আলম বাবুল, শহর শিবির সভাপতি আতিকুর রহমান, সেক্রেটারি ইমরান হোসেন সহ আরো অনেকে অংশ নেন। 
 
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, মসজিদ থেকে বের হয়ে শহরের এসবি ফজলুল হক রোডে হঠাৎ করেই জামায়াতের ৮/১০ জন একটি মিছিল করেছে বলে জেনেছি। খুব অল্প সময় তারা মিছিল করলেও তাদের বক্তব্য স্পষ্ট বোঝা যায়নি।
 

এমএসি/আরএইচ