ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার; ৩৬ জেলে আটক 

শনিবার ৯ এপ্রিল ২০২২ ২৩:০৩


:: নিয়াজ মাহমুদ জয়, ভোলা জেলা প্রতিনিধি ::
 
ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার করায় ৩৬ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি ইলিশ ও ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। শনিবার (৯ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের জেল-জরিমানা করা হয়।
 
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার সকালে ভোলা সদর উপজেলার তুলাতুলি, কাঠির মাথা ও ইলিশা এলাকার মেঘনা নদীতে মাছ শিকারের সময় ৩৬ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ জনের ১৫ দিন করে কারাদণ্ড ও ১৬ জনের মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং বাকি ৫ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
 
ইলিশের অভয়াশ্রম হওয়ায় ভোলার ইলিশা থেকে চর পিয়াল মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার ও ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার তেতুলিয়া নদী ইলিশের আভয়শ্রমে অন্তর্ভূক্ত। এ অভয়শ্রমে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
 

এমএসি/আরএইচ