ভোলার চার ইউপিতে নৌকার জয়

বৃহস্পতিবার ১৬ জুন ২০২২ ১১:০৩


নিয়াজ মাহমুদ জয়, ভোলা ::
ভোলার দৌলতখান ও লালমোহন উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছে। গতকাল বুধবার (১৫ জুন) রাত ৯টার দিকে উপজেলা নির্বাচন অফিস কর্তৃক ঘোষিত ফলাফলে এদেরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

এদের মধ্যে দৌলতখানের হাজীপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হামিদুর রহমান টিপু নৌকা প্রতীক নিয়ে ১ হাজার ৬৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবি আব্দুল্যাহ কিরণ পাটওয়ারী পেয়েছেন ৭৫০ ভোট।

একই উপজেলার সৈয়দপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল মালেক মাষ্টার নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ২৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুন্সি মোহাম্মদ ওবায়েদ উল্লাহ পেয়েছেন ২ হাজার ৬৯৩ ভোট।

অপরদিকে লালমোহন উপজেলার রামগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা নৌকা প্রতীক নিয়ে ৮ হাজার ২৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. ইমাম উদ্দিন হাতপাখা প্রতিকে পেয়েছেন ১ হাজার ৫৩০ ভোট।

একই উপজেলার কালমা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আকতার হোসেন ১৪ হাজার ২২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা লোকমান হোসেন হাতপাখা প্রতীক পেয়েছেন ১ হাজার ৬২০ ভোট।

দৌলতখান ও লালমোহন উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুস সালাম এবং আমির খসরু গাজী জানান, কোনো প্রকার সহিংসতা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে।

এমএসি/আরএইচ

সর্বশেষ