ভারতে আটকে পরা ১৫ জেলের পরিবারকে খাদ্য সহায়তা

বৃহস্পতিবার ১৪ এপ্রিল ২০২২ ১৬:১০


মহিবুল্লাহ পাটোয়ারী, মহিপুর ::
গনমাধ্যমে সংবাদ  প্রকাশের পর ভারতে আটকে পরা পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরের লতাচাপলী ইউনিয়নের ১৫ জেলের পরিবার পেলো খাদ্য সহায়তা।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে দুস্থ ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোঃশহীদুল হক। 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবির, লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দীন মোল্লা। 

গভীর সমুদ্রে মৎস্য শিকারে গিয়ে ঘন কুয়াশার কবলে পড়ে পথ হারায় দেশের সর্বদক্ষিণের মৎস্য কেন্দ্র আলীপুর বন্দরের এফবি তানজিলা ও এফবি তাহিরা নামের দুটি মাছধরা ট্রলার। 

পথ ভুলে ভারতীয় জল সীমনায় প্রবেশের পর ওই দুই ট্রলারে থাকা ১৫ জেলে ও ট্রলারসহ আটক করে ভারতীয় কোস্টগার্ড সদস্যরা। পরে ভারতীয় আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়। 

২০২১ সালের ২০ ডিসেম্বর থেকে কারাবন্দী এসব জেলেদের আজও পর্যন্ত মুক্তি মেলেনি। ফলে সংসারের উপর্জনক্ষম মানুষগুলো দেশের বাইরে বন্দীদশায় থাকায় দেশে জেলে পরিবারগুলোতে নেমে এসেছে দুঃখ দুর্দশার খড়গ। কাটাচ্ছেন মানবেতর জীবন যাপন। অনেকেই অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন। 

এ নিয়ে সংবাদ প্রকাশ করেন  মাইটিভির কলাপাড়া  উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েল। পরে এটি  উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসলে অসহায়  জেলে পরিবারগুলো পায় খাদ্য সহায়তা।

এমএসি/আরএইচ