বড়লেখায় সুনাই নদীর পানি বিপৎসীমার ওপরে

বৃহস্পতিবার ২৩ জুন ২০২২ ১৯:৪১


:: হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি ::
 
বড়লেখা ও বিয়ানীবাজারের মধ্যবর্তী স্থান দিয়ে ভারত থেকে নেমে সুনাই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বড়লেখার নিজ বাহাদুরপুর ইউনিয়নের হলদিরপার এলাকায় নদীর বাঁধে নতুন করে ভাঙন দেখা দিয়েছে।
 
বুধবার রাতে স্থানীয় জনসাধারণ ও সেচ্ছাসেবী সংগঠনের যুবকরা ভাঙনস্থলের মেরামত করেছেন। প্রবল স্রোতে নদীগর্ভে বিলিন হওয়ার হুমকিতে রয়েছে নদী তীরবর্তী রাস্তা, মাদ্রাসা, মসজিদ ও স্কুল। এছাড়া বাঁধ ভেঙে পানি ঢুকে তলিয়ে যেতে পারে নিজ বাহাদুরপুর, দাসেরবাজার, উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর ও তালিমপুর ইউনিয়নের ব্যাপক এলাকা।
 
বুধবার সন্ধ্যায় হলদিরপার এলাকায় সুনাইনদীর দক্ষিণের প্রায় ৫০ মিটার বাঁধে ভাঙন শুরু হলে হরদিরপার মহল্লাবাসি ও যুব সেচ্ছাসেবকরা প্রায় ৬ ঘন্টা চেষ্টা চালিয়ে বাঁধ মেরামত করেন। তবে ভারতের আসামে ভারি বৃষ্টিপাত হলে বাঁধ ভেঙে তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর, উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর, দাসেরবাজার ও তালিমপুর ইউনিয়নের ব্যাপক এলাকা।

এমএসি/আরএইচ