বিশ্বে করোনায় প্রাণ হারিয়েছে দুই হাজার সংবাদকর্মী

শনিবার ৮ জানুয়ারী ২০২২ ১২:১৫


ডেস্ক রিপোর্ট:
মহামারির দুই বছরে বিশ্বের ৯৪ দেশে কমপক্ষে দুই হাজার সাংবাদিক প্রাণ হারিয়েছেন। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের ৬৮ সংবাদকর্মীও।

গত শুক্রবার (৭ জানুয়ারি) জেনেভাভিত্তিক সংগঠন প্রেস এমব্লেইম ক্যাম্পেইন, ইপিসি জানায় এসব তথ্য। ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত এই জরিপ চালানো হয়। প্রতিবেদন অনুসারে, গেলো বছরই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪শ সাংবাদিক।


পরিসংখ্যানটি বলছে, সবচেয়ে বেশি সাংবাদিক মারা গেছেন লাতিন আমেরিকায়, ৯৫৫ জন। তাছাড়া এশিয়ায় ৫৫৬, ইউরোপে ২৬৩, আফ্রিকায় ৯৮ এবং উত্তর আমেরিকার দেশগুলোতে ৬৮ জন সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন করোনায়।


এর মধ্যে বাংলাদেশে প্রাণ হারিয়েছেন ৬৮ জন সংবাদকর্মী।


ইপিসি বলছে, তালিকার বাইরেও অর্ধ-শতাধিক মানুষ রয়েছেন। যারা ঠিক করোনায় মারা গেছেন কিনা তা এখনও যাচাইবাছাই চলছে। কারণ, সাংবাদিকদের মৃত্যুর কারণ কখনো কখনো নির্দিষ্ট করা হয় না।

এমএসি/আরএইচ