বিশ্বজুড়ে দরিদ্র হবে আরও ২৭ কোটি মানুষ

সোমবার ২৮ নভেম্বর ২০২২ ১৬:৩০


. অনেক শিশু ও নারী দারিদ্র্যের কাতারে যোগ দিচ্ছেন, অর্থাৎ তাঁদের দৈনিক আয় ৫ দশমিক ৫০ ডলারের নিচে নেমে এসেছে।

২. কাজে ফেরার ধারায় নারীরা অনেক পিছিয়ে আছেন। ২০১৯-২২ সালে নতুন যত কর্মসংস্থান হয়েছে, তার মধ্যে মাত্র ২১ শতাংশ পেয়েছেন নারীরা। আবার এসব কাজ আগের চেয়ে অনেক বেশি শোষণমূলক ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

. সেবামূলক কাজে নারীদের শ্রম আরও বেড়েছে। নারীর প্রতি সহিংসতা বাড়ছে।
প্রতিবেদনের ভাষ্যমতে, ২০২৩ সালে ব্যয় সংকোচন নীতির জমানায় বসবাসরত মানুষের হার হবে প্রায় ৮৫ শতাংশ, বিশ্বের মোট জনসংখ্যার। অথচ বিশ্বের সামরিক ব্যয়ের ২ শতাংশ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যথেষ্ট।

আমিনা হেরসি বলেন, সরকারের ব্যয় সংকোচন নীতি কার্যত পিতৃতন্ত্র ও নব্য উদারনীতিবাদী ভাবাদর্শের মিশেলে সমাজের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠীকে আরও নিপীড়ন করার হাতিয়ার।

এমএসি/আরএইচ