বাল্যবিবাহ দেওয়ার দায়ে কন্যার মায়ের জেল

সোমবার ৩০ জানুয়ারী ২০২৩ ১৯:৩৮


মোঃ বনি, হরিণাকুন্ডু, (ঝিনাইদহ) প্রতিনিধি 
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৭ নং রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের এক শিক্ষার্থীকে বাল্যবিবাহ দেওয়ার দায়ে কন্যার মা,কে ভ্রাম্যমান আদালতে জেল দিলেন নির্বাহী ম্যাজিট্রেট এবং হরিনাকুণ্ডু নির্বাহী অফিসার (ইউএনও) সুস্মিতা সাহা।
জানা যায়, সোমবার (৩০ জানুয়ারী) বিকেলে তিনি গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের লেখাপড়া চলাকালিন এক ছাত্রীকে বিয়ে দেওয়ার দায়ে কন্যার পিতা আছাঙ্গীরের বাড়ীতে যায়  এবং এ সময় তিনি বিয়ের অনুষ্ঠানে কন্যার পিতাকে  না পেয়ে কন্যার মাতা মোছাঃ মুক্তা খাতুন-কে বাল্য বিবাহ  দেয়ার দায়ে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় ছয়(৬)মাসের কারদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
কন্যার পিতার অনুপস্হিত থাকার কারনে মেয়ের এক অভিভাবকের কাছ থেকে সাবালিকা (১৮ বছর)না হওয়া পর্যন্ত তার মেয়েকে বিবাহ না দেওয়ার শর্তে মুচলেকা আদায় করেন তিনি।এসময়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে হরিণাকুণ্ডু থানা পুলিশের এ,এস,আই তৌয়বুর রহমান সহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
 

এমএসি/আরএইচ