বাংলাদেশ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: তোফায়েল আহমেদ

শনিবার ১২ মার্চ ২০২২ ২১:৩২


:: নিয়াজ মাহমুদ জয়, ভোলা জেলা প্রতিনিধি ::

ভোলার প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগ আজ সুসংগঠিত, আওয়ামী লীগের জেলা নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রমের আজ জেলা আওয়ামী লীগ অত্যন্ত সুসংগঠিত। আজকের বাংলাদেশ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বলে জানান সাবেক মন্ত্রী বর্তমান ভোলা সদর আসনের সাংসদ আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি ।

১৫ আগষ্টে ঘাতকরা মনে করেছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যা করা হলে আওয়ামীলীগ শেষ হয়ে যাবে কিন্তু আজ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে কেন্দ্র থেকে তৃনমূল পর্যায় পর্যন্ত আওয়ামীলীগ শক্তিশালী এবং বঙ্গবন্ধু আজ শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিশ্বের বুকে সমাদৃত আজকে তাকে সবাই শ্রদ্ধাভরে স্বরণ করে বলে জানান বঙ্গবন্ধুর সাবেক রাজনীতিক সচিব তোফায়েল আহমেদ। 

বরিশাল বিভাগের তৃণমূলের নেতৃবৃন্দের সাথে আওয়ামী লীগের বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের ভার্চুয়াল সভায় ব্যাংকক থেকে ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করে এসব বলেন তিনি। 

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনসহ বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ভোলায় ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু, সহ সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা, এডভোকেট আশরাফুল হক লাভু, এডভোকেট জাহাঙ্গীর আলম, এডভোকেট জুলফিকার আহমেদ, সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশারেফ হোসেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, পৌর মেয়র মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ ইউনুস, ঢাকা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান হিরনসহ বরিশাল বিভাগের অন্তর্গত জেলা সমূহের আওয়ামী লীগ সভাপতি- সাধারণ সম্পাদকবৃন্দ, জেলা পরিষদের চেয়ারম্যান, দলীয় নির্বাচিত সংসদ সদস্য, উপজেলা সমূহের আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন সমূহের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন সমূহেরদলীয় প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

 

এমএসি/আরএইচ