বরগুনাসহ বন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত

সোমবার ১৮ অক্টোবর ২০২১ ২১:৩৫


তালতলী (বরগুনা) প্রতিনিধি :

উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের অধিক্য রিজাভ করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল থেকে বরগুনায় ভারি বর্ষণ ও জোয়ারের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনা নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, বরগুনা, জেলা এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে ভারি থেকে অতি ভারি বর্ষণে‌ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

 

এমএসি/আরএইচ