বরগুনায় সড়ক দুর্ঘটনায় মা - ছেলে নিহত

সোমবার ৭ মার্চ ২০২২ ১৩:৪০


:: জুলহাস আহমেদ, বরগুনা ::
 
বরগুনার আমতলী উপজেলার ঢাকা কুয়াকাটা মহাসড়কে পিকআপের চাঁকায় পিষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে।
 
আজ সোমবার (৭ ই মার্চ) সকাল ৭টা ৪৫ সময় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে পশ্চিম চুনাখালি শাহ আলম চৌকিদার এর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করে আমতলী থানা পুলিশ।
 
নিহতরা হলেন, উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালি গ্রামের আবুল কালাম এর সহধর্মীনি নুর নেহার (৪০) ছেলে রাকিব (১৬) ঘটনাস্থলেই নিহত হন।
 
ঘাতক পিকআপ চালক নুর আলম (৩২) নোয়াখালী জেলার হাতিয়া থানার মাউজচারা গ্রামের মৃত নূর আহমেদ এর ছেলে।
 
ঘটনাস্থল থেকে নিহতের চাচা ও স্থানীয়রা জানান, স্বামীর বাড়ি থেকে ভাইয়ের বাড়ি কুদ্দুস পালোয়ান এর বাড়ি যাচ্ছিলেন মির্জাগঞ্জ দরবারে যাবার জন্য। পটুয়াখালী থেকে আগত পিকআপ পিছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায় এতেই ঘটনাস্থলে মা ও ছেলে মারা হয়।
খবর পেয়ে পুলিশ নিহতদের উদ্ধার পরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
 
আমতলী থানার এসআই দাদন মিয়া বলেন, লাশ উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। আইনের সকল প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
 

এমএসি/আরএইচ