বরগুনায় মৎস্য অধিদপ্তরের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বুধবার ১৬ মার্চ ২০২২ ১৭:৫৬


জুলহাস আহমেদ, বরগুনা ::
বরগুনায় জাটকা ধরবো না, দেশের ক্ষতি করবো না- এ স্লোগানকে সামনে রেখে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ মার্চ) সকাল ১০টায় রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) মিলনায়তনে জেলা মৎস্য অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করেন।

কর্মশালায় দেশে ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে জেলেদের বিকল্প কর্মসংস্থানে প্রশিক্ষণ ও  প্রণোদনা বৃদ্ধি, নিষিদ্ধ জাল উৎপাদন-বিপণন বন্ধ, নদীর নব্যতা বৃদ্ধিসহ নানা কর্মসূচির কথা বলা হয়।

এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব দাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি হাচানুর রহমান ঝন্ঠু, প্রেসক্লাবের সিঃ সহসভাপতি জাফর হোসেন হাওলাদার- সহ মৎস্যজীবী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাবৃন্দ্র। 

এমএসি/আরএইচ