বরগুনায় পৌর অডিটোরিয়াম ভবন হস্তান্তরের আগেই ফাটল

বুধবার ২০ এপ্রিল ২০২২ ১১:৩৬


জুলহাস আহমেদ, বরগুনা ::
বরগুনার বেতাগীর নবনির্মিত পৌর অডিটোরিয়াম ভবন হস্তান্তরের আগে দেয়ালের তিন অংশে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে।

বুধবার (২০ এপ্রিল) সরজমিনে গিয়ে পৌর এলাকার উপজেলা ভবনের পেছনে সদ্য নির্মিত পৌর অডিটোরিয়াম ভবনের সম্মুখীন দুপাশের দেয়ালের তিন স্থানে ফাটলের দেখা যায়।

জানা গেছে, স্থানীয় সরকার অধিদপ্তরের ছয় কোটি পঞ্চাশ লাখ টাকা ব্যয়ে বেতাগী পৌরসভার তত্ত্বাবধায়নে, ঠিকাদারী প্রতিষ্ঠান খান এন্টারপ্রাইজ ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করেছেন। ভবনটির কাজ প্রায় শেষের দিকে।

কাজ শেষ না হতেই অডিটোরিয়ামের সামনের দু'পাশের দেয়ালের উপরের অংশে ফাটল ধরেছে। এছাড়াও উত্তর পুর্ব কর্নারের জানালার নিচের অংশে ফাটল দেখা গিয়েছে। ভবনটি উদ্বোধন ও ব্যবহার করার আগেই দেয়ালে ফাটল ধরায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এবিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান "খান এন্টারপ্রাইজ" এর ঠিকাদার, বেতাগী হোসনাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমানের সাথে মুঠো ফোনে যোগযোগ করেও পাওয়া যায়নি।

বেতাগী পৌরমেয়র এবিএম গোলাম কবির জানান, ভবনে ফাটল ধরেছে এরকম কোন তথ্য আমার জানা নেই। যদি দেয়ালের কোন অংশে ফাটল দেখা যায়, তাহলে ঠিকাদার ঠিক করে দেবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃেদ সালেহীন বলেন, ফাটলের বিষয়ে আমি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

এমএসি/আরএইচ