প্রাকৃতিক ভারসাম্য ও বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে তালের বীজ রোপণ কার্যক্রম শুরু

বুধবার ২২ সেপ্টেম্বর ২০২১ ২১:১২


:: আবু হুরাইরা রাসেল, কেশবপুর প্রতিনিধি ::


কেশবপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা সহ শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ হাজার তালের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন ও পরবর্তী ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পৌরশহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেশবপুরের সংসদ সদস্য শাহীন চাকলাদার। অনুষ্ঠানে ১৫ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনিস্টিউটের আয়োজনে তালের চারা রোপন ও পরবর্তী ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবসের আলোচনা সভায় বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনিস্টিউটের (বি এস আর আই) মহাপরিচালক ড. মোঃ আমজাদ হোসেন সভাপতিত্ব করেন।

কেশবপুর উপজেলার কৃষক লীগের সাধারণ সম্পাদক রমেশ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনিস্টিউটের (বি এস আর আই) গবেষনা পরিচালক ড. সমজিৎ কুমার পাল, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আবু তাহের সোহেল, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, যশোর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোশারাফ হোসেন, যশোর জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, উপজেলার কৃষক লীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান প্রমুখ।

আলোচন শেষে উপজেলার বিভিন্ন রাস্তার দু’পাশে ও কেশবপুর পাইলট স্কুল এ্যান্ড কলেজ মাঠের পাশে তালের চারা রোপন কাজ উদ্বোধন করেন প্রধান অতিথি শাহীন চাকলাদার এমপি। এসময় স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে তালের চারা বিতরণ করা হয়।

 

এমএসি/আরএইচ