পবিপ্রবি’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত

রবিবার ১৯ জুন ২০২২ ১৭:৫৮


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি ::
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে।

 বুধবার (১৫ জুন) কক্সবাজারের হোটেল সি পার্লের মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ইউজিসি’র পক্ষে সচিব ড. ফেরদৌস জামান এবং বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এর পক্ষে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি, এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপ-মন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, এম.পি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অ. দা.) প্রফেসর ড. দিল আফরোজ বেগম। সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনার আওতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) করছে। যার ধারাবাহিকতায় ইউজিসি’র সাথে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ চুক্তি স্বাক্ষরিত হয়। 

এমএসি/আরএইচ