পবিপ্রবিতে কর্মচারি ফেডারেশনের মানববন্ধন

বুধবার ২৯ জুন ২০২২ ১৭:০৯


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি ::
স্থায়ী বেতন কমিশন গঠন পূর্বক ১০ধাপে ৯ম পে-স্কেল বাস্তবায়নসহ ১১দফা দাবিতে বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় কর্মচারি ফেডারেশনের উদ্যোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টায় পবিপ্রবি’র প্রশাসনিক ভবনের সামনে দেড় শতাধিক কর্মচারি আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে অংশ নেয়। 

আন্ত:বিশ্ববিদ্যালয় কর্মচারি ফেডারেশনের সহ অর্থ সম্পাদক মো. সেলিম রেজার সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন, আন্ত: বিশ্ববিদ্যালয় কর্মচারি ফেডারেশনের সহ-সভাপতি ও পবিপ্রবি কর্মচারী পরিষদ সভাপতি মো. মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন, পবিপ্রবি’র পরিবহন শাখার মো. আলমগীর হোসেন আলম প্রমূখ। 

সমাবেশে পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. মিজানুর রহমান টমাস, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বাদল, ডেপুটি রেজিষ্ট্রার ড. মো. সফিকুল ইসলাম কর্মচারী ফেডারেশনের আন্দোলনে সংহতি প্রকাশ করে অবিলম্বে দাবিসমুহ বাস্তবায়নের আহবান জানিয়েছেন। 

সমাবেশ শেষে নেতৃবৃন্দ তাদের ১১দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পবিপ্রবি’র রেজিষ্ট্রারের কাছে পেশ করেন।

এমএসি/আরএইচ