পটুয়াখালী এখন উন্নয়নে ভরপুর - আসম ফিরোজ এমপি

মঙ্গলবার ২৬ অক্টোবর ২০২১ ১৮:০৩


 
:: মিশু সিকদার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি ::
 
একসময় পটুয়াখালী জেলাতে উল্লেখযোগ্য কিছুই ছিলনা। এখন পায়রা সেতু, মেডিকেল কলেজ, সেনানীবাস, পায়রা পোর্ট, বিদ্যুত উৎপাদন কেন্দ্র হয়েছে। গ্রামের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হয়েছে।
 
উন্নয়নের ক্ষেত্রে এখন পটুয়াখালী জেলা ভরপুর। এই পটুয়াখালী তথা দক্ষিণাঞ্চলের মানুষের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালবাসা আছে বলেই দেশী বিদেশী নানা ষড়যন্ত্র মোকাবেলা করে নিজেদের অর্থায়নে পদ্মাসেতু করে দিয়েছেন।
 
মঙ্গলবার বাউফলের মধ্যমদনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবণের উদ্বোধণকালে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি এসব কথা বলেন। এর আগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্তাবধানে ৮৫ লাখ ব্যয়ে ৪ তলা ভিত বিশিষ্ট এক তলা একাডেমিক ভবণের ভিত্তিপ্রস্তর উম্মোচন করেন তিনি। আসম ফিরোজ বলেন, অচিরেই বগা সেতুর নির্মাণকাজ শুরু হবে।
 
এছাড়াও গোপালিয়া-ডিসি রোড সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। ৭৯ সালে বাউফল উপজেলায় ১ কিলোমিটার পাকা সড়ক ছিল এখন ১১০০ কিলোমিটার পাকা সড়ক। ১২০০ কিলোমিটার বিদ্যুত সরবরাহ লাইন নির্মাণ করা হয়েছে। নার্সিং ইনষ্টিটিউট হয়েছে। ৬০০ শতাধিক ব্রিজ-কালভার্ট নির্মাণ করা হয়েছে।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাদিউজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান ও মদনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ।
 

এমএসি/আরএইচ