পটুয়াখালীর ২০ গ্রামে ঈদ ঊল আযহা পালিত

শনিবার ৯ জুলাই ২০২২ ১৩:৪৯


রইসুল ইমন, পটুয়াখালী ::
মধ্য প্রাচ্যের সাথে মিল রেখে ঈদুল আযহা পালন করছে পটুয়াখালীর ২০ গ্রামের প্রায় ১৫ হাজার ধর্মপ্রান মুসুল্লি।
শনিবার (৯ জুলাই) সকাল ৯ টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফে ঈদ-ঊল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম গনি। নামাজ শেষে পশু কোরবানী দেয়া হয়।
বদরপুর দরবার শরীফসহ জেলার বিভিন্ন উপজেলায় কলাপাড়া. গলাচিপা এবং বাউফল ২০টি গ্রামে অনুরুপ ভাবে ঈদ-ঊল-আযহার জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয় ভাবে এরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া এবং চানটুপির অনুসারী হিসাবে পরিচিত।
চট্টগ্রামের সাতকানিয়ার পীর মাওলানা মোহাম্মদ মোকলেসুর রহমানের অনুসারীরা প্রায় ৯৪ বছর যাবত সৌদি আরবের সাথে সংগতি রেখে রোজা, ঈদ-ঊল-ফিতর, ঈদ-ঊল-আযহা সহ ইসলাম ধর্মীয় যাবতীয় আচার অনুষ্ঠান পালন করে আসছেন। 

এমএসি/আরএইচ