পটুয়াখালীতে সাংবাদিকের নিয়ে দিনব্যাপী কর্মশালা 

বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪৫


রইসুল ইমন, পটুয়াখালী ::
 
পটুয়াখালীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজনে "প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ আচরনবিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরন" কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২ ঘটিকায় জেলা প্রশাসকের দরবার হলে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। 
 
কর্মশালায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ের উপর বিস্তর আলোচনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব(অতিরিক্ত সচিব) মো. শাহ আলম। প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরণবিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন কর্মশালার প্রধান অতিথি বিচারপতি মো. নিজামুল হক নাসিম। 
 
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম ও জেলার সিনিয়র তথ্য অফিসার অনিমেষ চন্দ্র হাওলাদার। 
 
কর্মশালা শেষে কর্মশালায় অংশগ্রহনকারী ৫০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কর্মশালা বিষয়ক সনদপত্র দেয়া হয়৷ 
 

এমএসি/আরএইচ