নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরীর রামগড় স্থল বন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন 

সোমবার ১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৩২


:: মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) ::

পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে মৈত্রী সেতু-১ সহ রামগড় স্থলবন্দরের নির্মাণ কাজের কার্যক্রম পরিদর্শন ও অংশীজনদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ নৌপরিবহন প্রতিমন্ত্রী মো.খালেদ মাহমুদ চৌধুরীর সহ স্থলবন্দরের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো.আলমগীর।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তাঁরা  রামগড় স্থল বন্দরের উন্নয়ন কার্যক্রমের পরিদর্শন ও অংশীজনদের সাথে মতবিনিময় করেন। এসময় তাঁদেরকে রামগড় উপজেলা প্রশাসনের পক্ষথেকে স্বাগত জানানো হয় ।

প্রতিমন্ত্রী প্রথমে রামগড়ে ফেনী নদীর ওপর নির্মিত মৈত্রী সেতু-১ পরিদর্শন শেষে রামগড় স্থলবন্দরের নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন। নির্মাণ কাজে সন্তোষ জানিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে বন্দরের কাজগুলো শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

এসময় রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো.ইখতিয়ার উদ্দীন আরাফাতের সঞ্চালনায় স্থলবন্দরের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো.আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো.খালেদ মাহমুদ চৌধুরী। এরআগে বন্দরের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) সরোয়ার হোসেনের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।  

এসময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ভারত স্থল বন্দর চালু হলে পাহাড়ে অর্থনীতির প্রবৃদ্ধি হবে। ভারতের ত্রিপুরা রাজ্যসহ অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলাদেশের সড়ক যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক আরও সহজ হবে। চট্টগ্রাম আন্তর্জাতিক বন্দর ব্যবহার করে দুই দেশের ব্যবসায়ীরা কম সময় ব্যয়ে আমদানি রফতানি করে উপকৃত হবেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আনোয়ারুল মাযহার, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, পৌর মেয়র মো. রফিকুল আলম কামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.মোস্তফা হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মো.নুরুল আলম আলমগীর, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামসুজ্জামান সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এমএসি/আরএইচ