নোয়াখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, চিংড়ি মাছ জব্দ ও জরিমানা 

সোমবার ৪ অক্টোবর ২০২১ ১৭:৪১


:: মোঃ ইব্রাহিম, নোয়াখালী জেলা প্রতিনিধি ::
 
নোয়াখালী চাটখিলে বিষাক্ত রাসায়নিক জেলি যুক্ত চিংড়ি মাছ জব্দ, ও ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
 
আজ ৪ অক্টোবর (সোমবার) উপজেলার চাটখিল মাছ বাজারে অভিযান চালিয়ে ৩ টি মৎস্য আড়ৎ এবং মোহাম্মদিয়া মিনি বাজারকে ৩৫ হাজার টাকা জরিমানা এবং বিষাক্ত জেলি যুক্ত ২০০ কেজি চিংড়ি উদ্ধার করে  উপজেলা চত্বরে মাটিতে পুঁতে ফেলা হয়।
 
প্রতিষ্ঠানগুলো হল,চাটখিল মাছ বাজারের নুর মোহাম্মদের মৎস্য আড়ৎ,সাগরিকা মৎস্য আড়ৎ, জননী মৎস্য আড়ৎ ও  মোহাম্মদিয়া মিনি বাজার।
 
এ অভিযান পরিচালনা করেন,চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম মোসা এবং সার্বিক সহযোগিতা করেন চাটখিল থানা পুলিশ।

এমএসি/আরএইচ