নোয়াখালীতে এলজিসহ ২৩ মামলার দুই আসামি গ্রেফতার

শনিবার ২৭ নভেম্বর ২০২১ ২০:০৭


:: নোয়াখালী প্রতিনিধি ::

নোয়াখালীর চাটখিলে ২৩ মামলার দুই আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো,চাটখিল পৌরসভার দশানী টগবা গ্রামের বাসিন্দা ফুয়াদ হাসান সৈকত (২৭) ও মামুন হোসেন (৩০)।  

শনিবার (২৭ নভেম্বর) দুপুর ৩টার দিকে চাটখিল পৌরসভার দশানী টগবা এলাকা থেকে পুলিশ এ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করে।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মাস্টারমাইন্ড অস্ত্রধারী ফুয়াদ হাসান সৈকত ও মামুন হোসেন দেশীয় তৈরি একটি এলজি, একটি কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, দুইটি চাকু, চুরির কাজে ব্যবহৃত দুটি স্ক্র ড্রাইভার, তিনটি প্লাস, একটি ড্রিল মেশিন, দুটি ড্রিল মেশিনের স্ক্রসহ গ্রেফতার করে পুলিশ।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল খায়ের জানান, গ্রেফতারকৃত ফুয়াদের বিরুদ্ধে ১৪টি মামলা ও মামুনের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।  অস্ত্র উদ্ধারের ঘটনায় আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা হয়েছে।

রোববার সকালে দুই আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতে সোপর্দ করা হবে।    

 

এমএসি/আরএইচ