নোবিপ্রবির মুক্তিযুদ্ধ ভাস্কর্যের নাম 'জয় বাংলা' । পর্যবেক্ষণ

মঙ্গলবার ১২ এপ্রিল ২০২২ ১৩:০৬


নোবিপ্রবি প্রতিনিধি ::
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসনিক ভবনের সামনে প্রায় নয় বছর আগে নির্মাণ করা হয়েছিল মুক্তিযুদ্ধ ভাস্কর্য। নয় বছর পর এবার এর নামকরণ করা হয় 'জয় বাংলা'।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্বান্ত অনুযায়ী এই নাম চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়। গতকাল সোমবার (১১ এপ্রিল) কাউন্সিলের সভাটি অনুষ্ঠিত হয়। ভাস্কর্যটি সংস্কার করা হবে এবং যুক্ত করা হবে নাম পরিচয়। কাউন্সিলের সভায় এসব কথা বলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

২০১৩ সালের ১৬ ডিসেম্বর উপাচার্য প্রফেসর সাইদুল হক ভাস্কর্যটি উদ্বোধন করেছিলেন। তখন উপাচার্যের নামকরণ প্রসঙ্গে প্রজ্ঞাপন দিলেও শেষ হয়নি নামকরণের কাজ।

এমএসি/আরএইচ