নোবিপ্রবিতে বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে ওয়েবিনার অনুষ্ঠিত

শনিবার ৫ মার্চ ২০২২ ১৩:৩৫


:: নোবিপ্রবি প্রতিনিধি ::

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে বিশ্ব বন্যপ্রাণী দিবস-২০২২' উপলক্ষে 'রিকভারিং কি স্পেসিস ফর ইকোসিস্টেম রিস্টোরেশন' শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ মার্চ) রাতে ভার্চুয়াল মাধ্যমে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল আলম। এছড়াও ওয়েবিনারে দেশের বাইরের সিউল ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ও অন্টারিও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান বিশিষ্ট বিজ্ঞানী ড. মো. আনোয়ারুল ইসলাম, নোবিপ্রবির উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল বাকি, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর উপ-উপাচার্য প্রফেসর ড. মো. ইউনুস মিয়া, প্রফেসর ড. মো. ফারুক উদ্দিন (কোষাধ্যক্ষ, নোবিপ্রবি) ও প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম (কোষাধ্যক্ষ, এমবিএসটিউ)।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবুন নাহার। এ ছাড়াও উপস্থিত ছিলের ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ ২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

নোবিপ্রবি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবদুল বাকী বলেন, বন্যপ্রাণী আমাদের পরিবেশের সাথে ওতোপ্রোতো জড়িত। আমাদের সবারই উচিত এদের সংরক্ষণে এগিয়ে আসা। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে বন্য প্রাণীর বাসস্থান নিশ্চিত করতে। আমাদের সকলের উচিৎ বন্যপ্রাণী আইন মানা। সেই সাথে এদের বাসস্থান নিশ্চিতে অবকাঠামো উন্নয়ন করা৷

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ বিভিন্ন বিষৈর উপর গবেষণামূলক বক্তব্য প্রদান করেন।

এমএসি/আরএইচ