নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে দুই হাজার পরিবারের মাঝে সহায়তা প্রদান

সোমবার ১৪ মার্চ ২০২২ ১৮:৩৯


:: নোহেল রানা, নীলফামারী প্রতিনিধি ::
 
নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
 
আজ সোমবার দুপুর  ১ ঘটিকায় জেলা পরিষদ চত্বরে জেলার দুই হাজার ৬৩ জনের মাঝে ১০ কেজি চাল, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
 
এসময় সকলের উদ্দেশ্যে চেয়ারম্যান বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা' সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে, অসহায় মানুষকে সর্বদা সহযোগিতা করে যাচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে জেলা পরিষদ আপনাদের পাশে দাঁড়িয়েছে।
 
করোনাকালীন সময়ে জেলা পরিষদের পক্ষ থেকে অনেক মানুষের সাহায্য সহযোগিতা প্রদান করা হয়েছে। আমরা জেলা পরিষদের সেবাকে জনগণের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ আগামীতেও এর ধারা অব্যাহত থাকবে।
 
এসময় জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান পল্লবী, শিউলি আক্তার, রোকসানা দীপ্তি,  মিজানুর রহমান সহ- আরও অনেকে উপস্থিত ছিলেন।
 

এমএসি/আরএইচ

সর্বশেষ