নরসিংদীতে বাড়ছে করোনা রোগী-কেউ মানছে স্বাস্থ্যবিধি, নতুন শনাক্ত ২২৯ জন

বৃহস্পতিবার ১৯ আগস্ট ২০২১ ১১:৫৪


:: নরসিংদী জেলা প্রতিনিধি ::

 

নরসিংদী জেলাতে গত ২৪ ঘন্টায় ৭৭২ টি নমুনা পরীক্ষায় ২২৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনার সংখ্যা বিবেচনায় এ শনাক্তের গড় হার ২৯.৬৬ শতাংশ।আজ পর্যন্ত নরসিংদী জেলার মোট ৪৬ হাজার ৬১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা পরীক্ষায় মোট করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৯০৯ জনের দেহে। আজ বৃহস্পতিবার ১৯শে আগস্ট সকালে নরসিংদী সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ২২৯ জনের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ১৪১ জন, রায়পুরা উপজেলায় ৪ জন, বেলাব উপজেলায় ৪ জন, মনোহরদী উপজেলায় ৩৯ জন, শিবপুর উপজেলায় ২৪ জন ও পলাশ উপজেলায় ১৭ জন।

আজ পর্যন্ত ছয়টি উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৫ হাজার ৩৩৮ জন, রায়পুরা উপজেলায় ৫৪৪ জন, বেলাব উপজেলায় ৬৩৯ জন, মনোহরদী উপজেলায় ৭০১ জন, শিবপুর উপজেলায় ১ হাজার ২০০ জন ও পলাশ উপজেলায় ১ হাজার ৪৮৭ জন।

নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় আইসোলেশনমুক্ত হয়েছেন আরও ২২৪ জন। এদের মধ্যে সদর উপজেলার ১২১ জন, রায়পুরা উপজেলার ১৮ জন, বেলাব উপজেলার ১৪ জন, মনোহরদী উপজেলার ০ জন, শিবপুর উপজেলার ৩৯ জন ও পলাশ উপজেলার ৩২ জন।

এ পর্যন্ত ছয়টি উপজেলায় মোট আইসোলেশনমুক্ত হয়েছেন ৭ হাজার ৮৩৮ জন। বর্তমানে নরসিংদীর কোভিট-১৯ ডেডিকেটেড হাসপাতালে করোনারোগী ৬০ জন এবং সন্দেহজনক রোগী ৪৫ জনসহ মোট ১০৫ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে আজ পর্যন্ত মোট ১ হাজার ২৭৫ জন রোগী ভর্তি করা হয়। গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৯ জন ও রেফার্ডকৃত ০০ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ১০ জনকে ছাড়পত্র প্রদান করা হয়।

আজ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে নরসিংদীর জেলার ছয় উপজেলায় ৮৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩৭ জন, রায়পুরা উপজেলায় ৭ জন, বেলাব উপজেলায় ৯ জন, মনোহরদী উপজেলায় ১১ জন, শিবপুর উপজেলায় ৭ জন ও পলাশ উপজেলায় ১২ জন।

 

এমএসি/আরএইচ