নববধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

মঙ্গলবার ৩ জানুয়ারী ২০২৩ ১৬:৫২


উজিরপুর প্রতিনিধিঃ
 
বরিশাল জেলার উজিরপুরে স্বামীর পরকিয়ার প্রতিবাদ করায় নববধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ৯৯৯ এ ফোন করে প্রানে রক্ষা। নির্যাতিতাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আহত গৃহবধু উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সুত্রে জানা যায় উপজেলার গুঠিয়া ইউনিয়নের দাসেরহাট গ্রামের আলম হাওলাদার এক নারীর সাথে পরকিয়ায় জড়িয়ে পরে। এর প্রতিবাদ করায়  সোমবার রাতে তার স্ত্রী মুক্তা বেগমের উপর দফায় দফায় হামলা চালায়। এরপর গৃহবধু পালিয়ে গিয়ে বাড়ির পাশে নির্জন বাগানে ঠাঁই নেয়। সেখানেও গিয়ে পুনরায় মারধর শুরু করে কোন উপায়ন্তর না পেয়ে দৌড়ে একটু আড়ালে গিয়ে ৯৯৯ ফোন করে। পরে উজিরপুর মডেল থানার এ.এস.আই সুরেশ গৃহবধূকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যপারে নির্যাতিতা মুক্তা বেগম জানান আমার স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় আমাকে হত্যার উদ্দেশ্যে দফায় দফায় হামলা চালায়। ৯৯৯ এ ফোন করে অল্পের জন্যে প্রানে বেঁচে যাই। আমি আমার পাষন্ড স্বামির বিচার চাই। সে কান্না করে আরো বলেন আমরা গরীব অসহায় হওয়ায় দুমুঠো ভাতের  জন্য তার সাথে আমার বিবাহ হয়েছিল। ৩ মাস যেতে না যেতেই আমাকে একাধিক বার মারধর করেছে। জানা যায় উপজেলার দক্ষিন হারতা গ্রামের হতদরিদ্র লাল মিয়া বেপারীর মেয়ে মুক্তা বেগমের ৩ মাস পূর্বে আলম হাওলাদারের সাথে সামাজিক ভাবে বিবাহ হয়। তবে  আলম হাওলাদার বহু বিবাহ করেছে। অভিযুক্ত আলম হাওলাদার বিষয়টি এড়িয়ে যায়।  এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি তবে প্রস্তুতি চলছে।  উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ওই নারীকে উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত'র বিরুদ্ধে  মামলা দিলে অবশ্যই মামলা নেয়া হবে।
 
 

এমএসি/আরএইচ