নদীতে বিলীন হচ্ছে ১০ হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তা

মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫৬


:: শেখ আব্দুল হাকিম, হবিগঞ্জ ::
 
হবিগঞ্জের বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর-সাটিয়াজুরী সড়কের পশ্চিম জয়পুর গ্রামের ভিতরের কিছু অংশ নদীতে বিলীন হয়ে যাচ্ছে। বৃষ্টির পরিমাণ বাড়লেই যেকোনো সময় সড়কটির পুরো অংশ বিচ্ছিন্ন হয়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে।
 
সরেজমিনে দেখা যায়, মিরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহি একটি গ্রাম পশ্চিম জয়পুর। ওই গ্রামের উপর দিয়ে যাওয়া পাকা সড়কটি দিয়ে কয়েকটি গ্রাম তথা পার্শ্ববর্তী চুনারুঘাট উপজেলাসহ বিভিন্ন গ্রামের কমপক্ষে ১০ হাজার মানুষের চলাচলের একমাত্র এ রাস্তা। এ সড়ক দিয়ে প্রতিনিয়তই ট্রাক্টর, সিএনজি অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন চলাচল করে।  
 
রাস্তার একটি অংশ গ্রামের ভিতর দিয়ে বয়ে যাওয়া নদীতে বিলীন হওয়ার পথে। সড়কটির বেশির ভাগই নদে চলে গেছে এবং অল্প সময়ের মধ্যে পুরো সড়কটি নদে বিলীন হয়ে যেতে পারে। সড়কটি পুরো বিলীন হয়ে গেলে হাজার হাজার মানুষের দুর্ভোগের সীমা থাকবে না।
 
সম্প্রতি সরকার নদীটি খনন করলে রাস্তাটি ভাঙ্গনের কবলে পড়ে। এ বছর বৃষ্টি না থাকায়ও রাস্তার অর্ধেক অংশ নদীতে তলিয়ে গেছে। স্থানীয় লোকজন সড়কটির অপজিট সাইট মাঠি দিয়ে ভরাট করে আসা যাওয়া করছে।
 
এ বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, আমি ৩/৪দিন হল যোগদান করেছি, বিষয়টি জানতে পারিনি। বিষয়টি জেনে অবশ্যই দ্রুত পদক্ষেপ গ্রহন করব।
 

এমএসি/আরএইচ