নওগাঁয় ৯ বছর ধরে রাস্তার অপেক্ষায় স্কুল: সরু আইল'ই যাতায়াতে একমাত্র ভরসা

শনিবার ৪ সেপ্টেম্বর ২০২১ ১৪:৫৫


:: নাদিম আহমেদ অনিক, নওগাঁ প্রতিনিধি ::
 
 
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নাদৌড় গ্রামে ২০১২ সালে শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। কিন্তু প্রাথমিক বিদ্যালয়টিতে কোমলমতি শিশুদের যাতায়াতের জন্য ৯ বছরেও কোন  রাস্তা তৈরী হয়নি। গ্রামের সরু আইল'ই যাতায়াতে একমাত্র ভরসা।
 
বিদ্যালয়ের তিন পাশে ধান ক্ষেত এবং এর পাশেই রয়েছে একটি পুকুর আর সেই পুকুরের পাশ দিয়ে সরু চিকন আইল রাস্তা সেটাও পুকুর গর্ভে বিলীনের পথে। বিদ্যালয়ে প্রবেশে রাস্তা না থাকায় শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
 
এমন অবস্থার সৃষ্টি হলেও সংশ্লিষ্ট প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। একটি কালভার্ট থাকলেও  সংযোগ সড়ক না থাকায় এ দুর্ভোগ পোহাতে হচ্ছে দীর্ঘদিন ধরে।
 
বর্ষা মৌসুমে পুকুরটি যখন পানিতে ভরে যায় তখন  কোন উপায় থাকেনা। মাঝে মধ‍্যেই ঘটে দূর্ঘটনা।সরু রাস্তা হওয়ার কারণে ওই বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা অনেক সময় পুকুরে পড়ে গিয়ে কাপড়, বই-পত্র ভিজিয়ে ফেলার ঘটনাও ঘটেছে বহুবার। এমতাবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে হলেও বছরের পর বছর ধরে সেই ভোগান্তি নিয়েই চলে আসছে শিক্ষালাভের প্রক্রিয়া।
 
বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র এখলাসের মা শিউলি বেগম বলেন, রাস্তা না-থাকার কারনে বাচ্চারা একা একা স্কুলে যেতে চায় না। বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দুঃশ্চিন্তায় থাকি পুকুরে পড়ে যায় কি'না, এ জন্য স্কুলে এসে বসে থাকতে হয় এতে সংসারের কাজের ক্ষতি হয়।  
 
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  আবু আফতাব বলেন, রাস্তা না থাকায় অনেক ভোগান্তি হয়;স্কুলে  ছাত্রছাত্রী আসতে চায় না, অভিভাবকরা বাচ্চাদের দিতে চান না, ইতিমধ্যে অনেক ছাত্র-ছাত্রীই অন্য স্কুলে চলে গেছে।  বর্ষা মওসুমে আরো বেশী সমস্যা হয় জমির আইল দিয়ে আসতে পাশে পুকুরে পরে বইখাতা ভেজে যাওয়ারও ঘটনা ঘটেছে।
 
অনেক শিক্ষক ও পোষ্টিং নিতে চান না। প্রায় ১ শ ছাত্রছাত্রী নিয়ে বিদ্যালয় শুরু হলেও এখন ৬১ জন আছে।  রাস্তা না থাকার কারনে বিদ্যালয়ের অবকাঠামো কিছু উন্নয়ন ও হচ্ছে না শ্রেণী কক্ষের ঘাটতি আছে।  তাই রাস্তাটি তৈরী করবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী  জানাচ্ছি, রাস্তাটি হলে তা এলাকার শিক্ষা বিস্তারে সহায়ক হবে। 
 
এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি  বিমল বাবু  বলেন,গ্রামীণ পাকা সড়ক থেকে বিদ্যালয় পর্যন্ত প্রায় অর্ধ কিঃমি  রাস্তাটি না থাকার কারনে ব্যহত হচ্ছে শিক্ষা ব্যবস্থা । শিক্ষক শিক্ষার্থীরা এমন দুর্ভোগ পোহালেও বারবার জানানো হলেও  সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যাবস্থা নিচ্ছেন না। এ কারণে দিন দিন ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী কমে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান সাদেক উদ্দীন বলেন, রাস্তার বিষয়টি তাদের মাথায় আছে, এমপি মহোদয়কে বলে  বরাদ্দের ব্যবস্থা করা হবে। 
 
পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গাফ্ফার বলেন, বিষয়টি তিনি জানেন। এর আগে একজন সুহৃদ ব্যক্তি ওই বিদ্যালয়ের জন্য জমি দান করেছেন, পরবর্তীতে সেখানে রাস্তার জন্য কেউ জমি দিতে না চাওয়ায় কাজটি থমকে আছে। 
জমি দিতে রাজি হলে তিনি ব্যক্তিগত খরচে হলেও রাস্তাটি তৈরী করে দিবেন বলে আশ্বস্ত করেন ।
 
এ বিষয়ে স্থানীয় নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার -এর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, এ বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার " স্কুল কানেকটিং রোড " নামক একটি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন, দেশের যেসব স্কুলে এক কি:মি এর কম দূরত্বের এমন রাস্তার প্রস্তাবনা রয়েছে পর্যায়ক্রমে সবগুলোই এ প্রকল্পের আওতায় আসবে।
 

এমএসি/আরএইচ

সর্বশেষ

হারুন হাওলাদারের ওপর হামলার প্রতিবাদে মঠবাড়িয়া উপজেলা আ'লীগের মানববন্ধন আগামীকাল

হারুন হাওলাদারের ওপর হামলার প্রতিবাদে মঠবাড়িয়া উপজেলা আ'লীগের মানববন্ধন আগামীকাল

মঠবাড়িয়ায় হামলা; খালেক-রাসেলসহ আসামি ১৯

মঠবাড়িয়ায় হামলা; খালেক-রাসেলসহ আসামি ১৯

নানিয়ারচরে চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে ‘ফুল বিজু’ উদযাপন

নানিয়ারচরে চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে ‘ফুল বিজু’ উদযাপন

অগ্নি নিরাপত্তা ও ডেঙ্গু মোকাবিলায় সহযোগিতার আহবান ডিএনসিসি মেয়রের

অগ্নি নিরাপত্তা ও ডেঙ্গু মোকাবিলায় সহযোগিতার আহবান ডিএনসিসি মেয়রের

অস্ত্র সমর্পণের ডাকে সাড়া নেই কেএনএফের

অস্ত্র সমর্পণের ডাকে সাড়া নেই কেএনএফের

নড়িয়ায় প্রবাসী আ.লীগ নেতার উদ্যোগে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

নড়িয়ায় প্রবাসী আ.লীগ নেতার উদ্যোগে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ইসলাম ধর্ম কোন জঙ্গিবাদকে সমর্থন করে না : মহিউদ্দিন মহারাজ

ইসলাম ধর্ম কোন জঙ্গিবাদকে সমর্থন করে না : মহিউদ্দিন মহারাজ

দুস্থ পরিবারের মাঝে ঈদ বাজার দিলো খাস আমিনপুর উন্নয়ন ফোরাম

দুস্থ পরিবারের মাঝে ঈদ বাজার দিলো খাস আমিনপুর উন্নয়ন ফোরাম

সাপ্লাই এর পানি না পেয়ে কলস নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ

সাপ্লাই এর পানি না পেয়ে কলস নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে বন্দিদের ঈদ উপহার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে বন্দিদের ঈদ উপহার বিতরণ