নওগাঁয় পুলিশে নিয়োগের নামে অর্থ লেনদেনর সময় ডিবি পুলিশের হাতে প্রতারক গ্রেফতার

সোমবার ২৫ অক্টোবর ২০২১ ১৭:১৪


:: অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি ::
 
নওগাঁয় কনস্টেবল নিয়োগের বাছাই পরীক্ষা চলাকালে টাকা লেনদেনের সময় হাতেনাতে মোঃ হাসান (৪৮) নামের একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
 
পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব নির্ধারিত দিন সোমবার দুপুর পৌনে ১ টার সময় বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রথম ধাপের প্রথম দিনের বাছাই পরীক্ষা চলাকালীন সময়ে মোঃ হাসান একজন নিয়োগ প্রার্থীকে কনস্টেবল পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে ৫০ হাজার টাকা লেনদেন করে। ডিবি পুলিশের নজরদারিতে থাকা অবস্থায় এ টাকা লেনদেনের সময় ৫০ হাজার টাকাসহ হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়।
 
এ সময় তার অন্য সহযোগী ও টাকা প্রদানকারী নিয়োগপ্রার্থী সুকৌশলে জনতার ভিরের মাঝে পালিয়ে যায়। গ্রেফতারকৃত মোঃ হাসান জেলার পত্নীতলা উপজেলার গগনপুর পূর্বপাড়া গ্রামের মৃত বারিক মন্ডলের ছেলে।
 
সত্যতা নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের ওসি সামসউদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

এমএসি/আরএইচ