নওগাঁয় নির্বাচনী সহিংসতায় চেয়ারম্যান প্রার্থীসহ আহত-৬

শুক্রবার ১০ ডিসেম্বর ২০২১ ১৮:৩৯


:: অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি ::
 
নওগাঁর আত্রাইয়ে বিশা ইউনিয়ন পরিষদের নির্বাচনী সহিংসতায় চেয়ারম্যান প্রার্থীসহ ৬ জন আহতের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার সমসপাড়া হাটে এ ঘটনা ঘটেছে। 
 
আহতরা হলেন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাফিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাপস কুমার পাল, ওই ইউনিয়নের হরিপুর গ্রামের সাজেদুল ও তার ছেলে শাকিব, ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন খান তোফা, রানীনগর গ্রামের হারুন। আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে আছেন।
 
জানা যায়, শুক্রবার ওই ইউনিয়নের সমসপাড়ায় বৃহৎ সাপ্তাহিক হাটবার। এ উপলক্ষে ভোটারদের মন জয় করতে উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহসভাপতি উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুবলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাফিউলসহ নেতৃবৃন্দ নৌকা মার্কার প্রার্থী আব্দুল মান্নান মোল্লার পক্ষে ভোট প্রার্থনায় যান। অপর পক্ষে আ’লীগ মনোনয়ন বঞ্চিত ঘোড়া মার্কার প্রার্থী তোফাজ্জল হোসেন খান তোফা কর্মী সমর্থক নিয়ে ওই হাটে ভোট প্রার্থনা করছিলেন। সকাল আনুমানিক সাড়ে ১১ টায় তাদের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে তাদের মধ্যে আহত হওয়ার ঘটনা ঘটে। 
 
আত্রাই থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। আর কোন ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। এবিষয়ে এখনও কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

এমএসি/আরএইচ