ধরলা ও ব্রহ্মপূত্রের পানি বিপদসীমার উপরে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

শনিবার ২৮ আগস্ট ২০২১ ১৭:২০


 
:: কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ::
 
 
অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শনিবার সকাল ৯টায় ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ৩২ এবং ব্রহ্মপূত্র নদ চিলমারী পয়েন্টে ২০ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর পানি ব্রীজ পয়েন্টে ৮ সেন্টিমিটার নীচে অবস্থান করছে।
 
পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দী হয়েছে প্রায় ২৫ হাজার মানুষ। বাড়ীঘরে পানি প্রবেশ করায় লোকজন বিপাকে পরেছে। বন্যায় সাড়ে ৯হাজার রোপা আমন ও শাক-সবজি তলিয়ে গেছে। গ্রামিণ সড়কগুলো পানিতে ডুবে যাওয়ায় মানুষ ঘরে বন্দি হয়ে আছে। 
 
পানি উন্নয়ন বোর্ড জানায়, ব্রহ্মপুত্র নদের উজানে ভারতের কয়েক রাজ্যে ভারি বৃষ্টিপাতের কারণে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

 

এমএসি/আরএইচ