দৌলতপুরে কৃষকের তামাক ক্ষেত কাটলো দুর্বৃত্তরা

সোমবার ১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৫৪


কুষ্টিয়া প্রতিনিধি:
বর্তমান সমাজে প্রচলিত শত্রুতা মাঝে মাঝে কৃষকের ফসলি জমি আবাদের ওপর এক ভয়াবহ রূপ ধারণ করে।পূর্ব শত্রুতার জের ধরে ক্ষতি করে তাদের জমির আবাদি ফসলের উপর ঠিক তেমনি ঘটেছে দৌলতপুর।

রবিবার (১৩ ফেব্রুয়ারী) দিবাগত সোমবার গভীর রাতে উপজেলার খাস মথুরাপুর ইউনিয়নের নতুন বাগোয়ান গ্রামের মৃত সামছুল হুদার পুত্র মোঃ জামিরুল ইসলামের দেড় বিঘা জমির তামাক ক্ষেতের পুরোপুরি কেটে ফেলায় প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।

কৃষক জামিরুল জানান, আমি গতকাল বিকালেও আমার তামাক ক্ষেত থেকে ঘুরে এসেছি,কোন সমস্যা দেখিনি। কিন্তু সকালে একজন এসে আমাকে জানানোর পরে আমি জমিতে গিয়ে দেখি,আমার জমির সমস্ত তামাক কে বা কাহারা রাতের আধারে কেটে রেখে গেছে।কারো সাথে আমার পূর্ব শত্রুতা না থাকলেও কেনো আমার সাথে এমন ঘটনা ঘটলো,তা আমি বুঝতে পারছিনা।আমি প্রশাসনের কাছে বিচার ও সহযোগিতা কামনা করছি।

এমএসি/আরএইচ