দেশী-বিদেশী  ফলজ বাগান ও হরেক রকমের সবজি চাষে সফল যুবক 

রবিবার ২২ জানুয়ারী ২০২৩ ১৫:৪৬


উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুরে দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির ফলজ বাগান ও হরেক রকমের সবজি চাষ করে  সফলতা অর্জন করে তাক লাগিয়ে দিয়েছে এক যুবক। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামের মৃত মোঃ আজিজুল হক হাওলাদারের ছেলে মোঃ রাসেল হাওলাদার  (৩৫), ওই এলাকায় ৬ বছর পূর্বে মাত্র ১০ হাজার টাকা নিয়ে নীজ উদ্যোগে পৈত্রিক অনাবাদী জমিতে সল্পপরিসরে বিভিন্ন ধরনের সবজি চাষ করে ব্যবসা শুরু করে থাকে। এরপর তার আক্লান্ত পরিশ্রম,মেধা আর কর্মদক্ষতায় ধীরে ধীরে তা বিস্তৃত হয়। বর্তমানে রাসেল তার পৈত্রিক ও লীজকৃত  প্রায় ১০ একর জমিতে দেশী-বিদেশী ফলজ বাগান,মাছের ঘের,হাঁস-মুরগি পালন ও বিভিন্ন ধরনের সবজি চাষ করেছে । এরমধ্যে রয়েছে রামভুটান,আম,সুপারী,লেবু,মাল্টা,কমলা, একশত এলাচ, বড়ই,কলা, কুমড়া,সরিষা,পালংশাক, পেঁপে, বাদাম, লালশাক, শালগম,টমেটো, মরিচ,ভুট্টা,সূর্যমুখী,সয়াবিন, আমরা, পেয়ারা,লাউ,আখ। এছাড়াও মাছ চাষ,হাঁস-মুরগী পালন। রাসেল হাওলাদার উজিরপুর প্রতিবেদক মোঃ নাসির উদ্দিন শরীফকে জানান প্রতি বছর তার ৭/৮ লক্ষ টাকা ব্যয় হয়ে থাকে। আর বিভিন্ন ধরনের ফল,সবজি ও মাছ বিক্রি করে প্রায় ১২/১৩ লক্ষ টাকা আয় হয়। সে আরো জানায় গত বছর খরচ শেষে তার ৫ লক্ষ টাকা লাভ হয়েছে। এ বছর আরও বেশী লাভের আাশা করছেন তিনি। এ ছাড়াও সে অল্প বয়সে হরেক রকমের ফল ও সবজি চাষে সফলতা অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করে এলাকায় সুনাম কুড়িয়েছেন। এদিকে তার সফলতা দেখে অধিক কৃষকরা ফল ও সবজি চাষে আগ্রহী হয়েছেন।

এমএসি/আরএইচ