দুমকিতে রণক্ষেত্র, পুলিশসহ আহত ৩০

শনিবার ৫ মার্চ ২০২২ ১৯:৫৯


রইসুল ইমন, পটুয়াখালী ::

পটুয়াখালীর দুমকিতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে যুবলীগ ও বিএনপি নেতাদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশ সাংবাদিকসহ ৩০ জন আহত হয়েছে। শনিবার (৫ মার্চ) সকাল ১১ ঘটিকায় উপজেলার গ্রামীণ ব্যাংক সড়কে বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, সকাল সাড়ে দশ ঘটিকায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ডাকে উপজেলা বিএনপি। এদিকে সকাল ১১ টায় একই এলাকা দিয়ে যুবলীগের একটি মিছিল প্রদক্ষিণকালে উভয় গ্রুপের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়তে ছুড়তে বিএনপি নেতাদের ধাওয়া দেন। একই সাথে বিএনপির উপজেলা কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। বিএনপির নেতারা পালটা ধাওয়া দিতে চাইলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। এ ঘটনায় ত্রিশ জন আহত হয়েছে। আহতরা হলো, বিএনপির আহবায়ক খলিলুর রহমান, যুগ্ম আহবায়ক জাহিদ হাওলাদার, ফারুক হাওলাদার, যুবদলের সদস্য সচিব রিপন শরীফ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুল আলম মৃধা, শ্রমিকদলের সভাপতি হাবিবুর রহমান, পুলিশ কনস্টবল দেলোয়ার হোসেনসহ ৭ জনকে আশংকাজনক অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

দুমকি উপজেলা কৃষক দলের সভাপতি সৈয়দ আতিকুল ইসলাম জানান, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির পূর্বনির্ধারিত বিক্ষাভ সমাবেশ সফল করতে পাঁচ শতাধিক নেতা-কর্মি দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় এলাকাটি রণক্ষেত্রে পরিনত হয়। যুবলীগ ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিএনপি কার্যালয় ঢুকে আসবাবপত্র চেয়ার-টেবিল ভাংচুর করে। এসময় দুই পক্ষের সহিংসতায় পুলিশ ও সাংবাদিক সহ অন্তত ৩০জন আহত হয়েছে।

বিএনপির আহবায়ক আহত মো. খলিলুর রহমান বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আ’লীগ-যুবলীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে দলীয় অফিস ভাংচুর ও অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মীকে আহত করেছে।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিনের দাবি, বিএনপি উস্কানি দিয়ে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তাদের যেকোনো অপকৌশল রুখতে দাঁতভাঙ্গা জবাব দেবে দুমকি উপজেলা যুবলীগ।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে।

 

এমএসি/আরএইচ