দিনাজপুর বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে আতিকুল

বুধবার ৬ এপ্রিল ২০২২ ১৩:১৪


লালমনিরহাট প্রতিনিধি ::
২০২১ সালের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে বাণিজ্য বিভাগে ১ম স্থান অর্জন করেছে ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আতিকুল ইসলাম। সেই সাথে ট্যালেন্ট পুলে বৃত্তিও পান আতিকুল ইসলাম। সে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের জাহাঙ্গীর আলম ও তাহমিনা বেগমের কনিষ্ঠ পুত্র। চার ভাই বোনের মাঝে আতিকুল সবার ছোট।

দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় সে ৯ম স্থান অর্জন করে। তারই ধারাবাহিকতায় এবার ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় সে বাণিজ্য বিভাগে ১ম স্থান অর্জন করলো। তাঁর এ সাফল্যে আনন্দিত পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ পরিবার।

শুধু আতিকুলই নয় ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের আরেকজন কৃতি শিক্ষার্থী সাধারণ বৃত্তি অর্জন করে, তাঁর নাম জেমস বিলসন রায়। জেমস বিলসন রায়ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থী। ইতিমধ্যেই সে ঢাকার একটি ফার্মে সিএ কোর্সে ভর্তি হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডে ১ম স্থান অর্জন করার সফলতার অনুভূতি জানতে চাইলে আতিকুল ইসলাম বলেন, সাফল্যের অনুভূতি বরাবরই ভালো লাগার মতো হয়। তবে আমার এ ফলাফলে আমি একটু বেশিই খুশি, কারণ আমার প্রতি সকলের যে ভরসা এবং চাওয়া ছিল, তা পূরণ করতে পেরেছি। সবার ভালো লাগার জায়গাটা রাখতে পেরেছি।

আতিকুল ইসলাম আরও বলেন, আমার ইচ্ছে ঢাবিতে বিবিএ, এমবিএ করে ভালো কিছু করা অথবা "সিএ" করা।

এমএসি/আরএইচ