থানচিতে শিক্ষার্থীদের মাঝে রবিন বাহাদুরের উপহার বিতরণ

শুক্রবার ১ অক্টোবর ২০২১ ২১:৪৩


 
:: থানচি (বান্দরবান) প্রতিনিধি ::
 
"জাতির পিতার  স্বপ্নের সোনার বাংলা গঠন ও বাস্তবায়নে ক্ষুদ্র প্রয়াস শিক্ষা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে থানচিতে মৈত্রী শিশু সদন অনাথ আশ্রমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে রবিন বাহাদুর উপহার শিক্ষা সামগ্রী উপকরণ বিতরণ করা হয়েছে।
 
শুক্রবার (১ অক্টোবর) সকালে থানচি উপজেলা সদরে মৈত্রী শিশু সদন অনাথ আশ্রমে উপজেলা ছাত্রলীগ উদ্যোগে রবিন বাহাদুর উপহার শিক্ষা সামগ্রী উপকরণ ৪০ জন কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।
 
এদিকে উপজেলা ছাত্রলীগের সূত্রে জানান, থানচি উপজেলা সদরসহ দুর্গম এলাকার স্কুলের কোমলমতি ১হাজার ২শত শিক্ষার্থীদের জন্য রবিন বাহাদুর উপহার শিক্ষা সামগ্রী উপকরণ দেয়া হবে। এরই মধ্যে আজকে ৪০ জন কোমলমতি শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে উপজেলা ছাত্রলীগের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
 
বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৈত্রী শিশু সদন অনাথ আশ্রমের বিহার অধ্যক্ষ  উঃ উইজারা মহাথের, থানচি উপজেলা ছাত্রলীগের সভাপতি থোয়াই থিন অং মারমা, সহ-সভাপতি বাথিং মারমা প্রমূখ। এছাড়াও উপজেলা ছাত্রলীগের সদস্যবৃন্দ, মৈত্রী শিশু সদন অনাথ আশ্রমের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
উপজেলা ছাত্রলীগের সভাপতি থোয়াই থিন অং মারমা বলেন, মানবিক ছাত্রনেতা, ছাত্র সমাজের অহংকার, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক রবিন বাহাদুরের উপহার শিক্ষা সামগ্রী উপকরণটি কোমলমতি ৪০ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছি। পর্যায়ক্রমে দুর্গম এলাকার স্কুলের ১হাজার ২শত শিক্ষার্থীদের হাতে তুলে দেবে উপজেলা ছাত্রলীগ।
 

এমএসি/আরএইচ