তানোরে ১ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার 

মঙ্গলবার ১৯ অক্টোবর ২০২১ ১৭:৩৬


:: সাইদ সাজু, তানোর (রাজশাহী) ::
 
রাজশাহীর তানোরে ১ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সরনজাই এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 
 
এরা হলেন, গোদাগাড়ী উপজেলার শ্রী রামপুর গ্রামের শুকুর আলীর পুত্র হানিফ (৩৮) ও তার ভাই রাজিব (২৫) এবং হুজরাপুর কাকঁনহাট গ্রামের এরফান আলীর পুত্র খাইরুল ইসলাম (২৮) একই গ্রামের এনতাজুলের পুত্র মিরাজ (২৬)। 
 
মামলার বিবরণ পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এসআই মানিক এসআই আমিরুল এএসআই হেলাল আহম্মেদ সংগীয় ফোর্সসহ সরনজাই এলাকায় অভিযান চালায়।
 
এসময় বেলা ১২ টার দিকে সরনজাই মন্ডলপাড়া গ্রামের রাস্তার উপরে গ্রেপ্তাকৃতরা গাঁজা নিয়ে অপেক্ষা করছিলেন। এসময় তাদের ব্যগে তল্লাশী করে ১ কেজি গাঁজা, নগদ ৫ হাজার ৪ শ' টাকা পাওয়া যায়। 
 
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, গ্রেপ্তারকৃতরা গোদাগাড়ী থেকে তানোর বিক্রির উদ্যোশ্য গাঁজাগুলো এনেছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।
 
তিনি বলেন, এঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হবে।
 

এমএসি/আরএইচ