ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, আটক ৪ 

মঙ্গলবার ২২ মার্চ ২০২২ ১৯:২২


:: হবিগঞ্জ প্রতিনিধি ::
 
ঢাকা-সিলেট  মহাসড়কের হবিগঞ্জ গ্যাস ফিল্ডে যাওয়ার রাস্তার মোড়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ 
 
মাধবপুর থানার বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ মাইক্রোবাস ও চারটি ইজিবাইক (টমটম) উদ্ধার সহ ডাকাতদের গ্রেফতার করা হয়। 
 
২১ মার্চ রাত ০৩.৩০ মিনিটে  গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই (নিঃ) মানিক কুমার সাহা ও এসআই (নিঃ) অনিক চন্দ্র দেব সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে।
 
এসময় ডাকাত দলের সদস্য বানিয়াচং উপজেলার নোপাতারিয়া গ্রামের মৃত সরাফত উল্লাহর পুত্র আব্দুল মানিক মিয়া (৪০) শায়েস্তাগঞ্জ জগতপুরের আবু রহিমের পুত্র মনসুর রহমান মসুর (৪৫), বিরামচর গ্রামের ছালেক মিয়া ওরফে আবু মিয়ার পুত্র মোঃ কবির মিয়া (৩০), পূর্ব ইটাখোলা গ্রামের মৃত কালা মিয়ার পুত্র মোঃ মহিউদ্দিন (২৭) কে আটক করা হয়।
 
তখন ০১টি মাইক্রো, ০২টি ধারালো চাকু, ০১টি বাটাল, ০১টি দা, ০৪টি লাইলনের রশি উদ্ধার করা হয়। অন্যান্য ডাকাতরা কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে চোরাইকৃত ০১টি গেরাইনিং মেশিন ও ০৪টি ইজিবাইক (টমটম) জগদীশপুর ইউপিস্থ জগদীশপুর বাজারের জনৈক শাহ আলম এর মটরশপ থেকে  উদ্ধার করা হয় ।  
 
ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করতঃ অদ্য গ্রেফতারকৃত ডাকাতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
 

এমএসি/আরএইচ