ডোমারে বিনা টাকায় সিজারিয়ান অপারেশন

মঙ্গলবার ৫ এপ্রিল ২০২২ ১৭:০২


ডোমার নীলফামারী ::
নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পূর্ণ বিনা খরচে সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারীর সার্বিক তত্ত্বাবধানে ও জুনিয়র কনসালটেন্ট গাইনী ডাঃ ফারজানা আফরিন, জুনিয়র কনসালটেন্ট এ্যানাসথেসিয়া ডাঃ মৃণাল চন্দ্র মোহন্ত এবং সদ্য যোগদানকারী মেডিকেল অফিসার ডাঃ আইনুল হকের আন্তরিক প্রচেষ্টায় সম্পূর্ণ বিনা খরচে জনস্বার্থে অসহায়, দরিদ্র এবং ঝুকিপূর্ণ গর্ভবতী মহিলাদের সিজারিয়ান পদ্ধতিতে সন্তান প্রসব সহ পুরুষদের জন্য  হারনিয়া, হাইড্রোসিল পুরুষ ও মহিলাদের এ্যাপেন্টিসাইড, মহিলাদের জরায়ু টিউমারসহ যে কোন টিউমারের অপারেশন কার্যক্রম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করা হয়েছে।

এছাড়াও প্রতি শনিবার, সোমবার ও বুধবার এই সিজারিয়ান অপারেশন করা হয়।

উক্ত অপারেশন সম্পন্ন করে প্রসূতি মায়েদের হাতে নবজাতকের জন্য উপহার তুলে দেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তপন কুমার রায়, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আল-আমিন রহমান ।

এমএসি/আরএইচ