ডিমলায় পুলিশের তৎপরতায় ব্যবসায়ীর টাকা উদ্ধার

মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৩৯


নুর কাইয়ুম, ডিমলা:
ডিমলা থানা পুলিশের তৎপরতায় ব্যবসায়ীর টাকা উদ্ধার ও প্রদান করা হয়। থানা সূত্রে জানা যায়, মোঃ দুলাল হোসেন পিতা মৃত মতিউর রহমান গ্রাম দক্ষিণ গয়াবাড়ি ডিমলা থানায় এসে জানায় সে গয়াবাড়ী শুটিবাড়ী হোটেল ঝিলিক হোটেলে চা-নাস্তা খাওয়ার জন্য ২১ ফেব্রুয়ারী সকাল ৮.৩০ ঘটিকায় শপিং ব্যাগে দুই লক্ষ টাকা নিয়ে মেহের আলী সেলিম হোসেন সহ ঝিলিক হোটেলে নাস্তা খাইতে বসেন।

নাস্তা খাওয়া শেষে মনের অজান্তে টেবিলে উপরে টাকার ব্যাগটি রেখে হোটেল থেকে বের হয়ে পানের দোকানে যায়। কিছুক্ষণ পর টাকার ব্যাগটির কথা মনে পড়লে সে হোটেলে বসে নাস্তা খাওয়ার টেবিলে কাছে গিয়ে দেখে টাকার ব্যাগটি নাই।

হোটেলের ম্যানেজারকে বিষয়টি জানার পরে দুলাল হোসেন জানতে পারে পাশের টেবিলে বসে থাকা আবুল হোসেন নামে একজন ব্যক্তি সেই সময় নাস্তা করছিল। সে খাওয়া শেষে চলে যায়।

তাকে খোঁজা খুজি করে সন্ধান পাওয়া যায় নাই। পরবর্তীতে টাকা হারিয়ে যাওয়ার মালিক দুলাল হোসেন থানায় সংবাদ প্রদান করে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলামের নির্দেশ মোতাবেক পুলিশ পরিদর্শক তদন্ত বিশ্বদেব রায়, এসআই কালাম, এসআই জগদিশ চন্দ্র ঘটনার বিষয়ে অনুসন্ধান করে আবুল হোসেনকে ২১ শে ফেব্রুয়ারি দুপুরে শনাক্ত করে।

আবুল হোসেন জানায়, খাওয়া শেষে কাউকে না পেয়ে টাকার ব্যাগটি নিয়ে বাড়িতে চলে আসি স্থানীয় মেম্বার সহ তার পরিবারের লোকজন পুলিশের কাছে টাকা ফেরত প্রদান করে।পুলিশ উদ্ধারকৃত টাকা ব্যবসায়ী মোঃ দুলাল হোসেনকে ফেরত প্রদান করেন। দুলাল হোসেন হারিয়ে যাওয়া টাকা পেয়ে পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমএসি/আরএইচ