জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ যুবককে গ্রেফতার করেছে র‍্যাব

রবিবার ১ মে ২০২২ ২১:২২


:: অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি ::
 
জয়পুরহাটের পাঁচবিবি থানার ৩নং আয়মান রসুলপুর ইউনিয়স্থ ছোট মানিক গ্রামের কড়িয়া বাজার হতে বড় মানিক গামী গোবরা বিল ব্রীজ এর অনুমান ৫০ মিটার পূর্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সোহেল রানা (৩২) ও মোঃ সরোয়ার হোসেন (৪৫) নামের দুই যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।
 
র‌্যাব-৫, সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে জেলার পাঁচবিবি থানার পশ্চিম উচনা গ্রামের মোঃ হামিদুল ইসলামের ছেলে মোঃ সোহেল রানা ওঠাঙ্গর হাটখোলা গ্রামের মৃত মজিবর মন্ডলের ছেলে মোঃ সরোয়ার হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
 
র‍্যাব আরও জানায় যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।   
 
পরবর্তীতে তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
 

এমএসি/আরএইচ