চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি'ব পৃথক অভিযানে ১ হাজার পিস ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার 

মঙ্গলবার ২৬ অক্টোবর ২০২১ ১৬:৫১


ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জ ::

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া ও তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবি সদ্যসরা পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার পিস ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার করেছে।
 
গতকাল সোমবার রাতে পৃথক সময়ে চকপাড়া বিওপির নলডুবি ও তেলকুপি বিওপি এলাকায় এ অভিযান চালায় বিজিবি সদস্যরা। ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা জানান, চকপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃ জাহাংগীর আলমের নেতৃত্বে একটি টহল দল গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১৮৪/১-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবি বাজার ব্রীজ মোড় নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় উক্ত ইয়াবাগুলো উদ্ধার করে।
 
যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। অপরদিকে, তেলকুপি বিওপির নায়েব সুবেদার মোঃ আনোয়ার আলীর নেতৃত্বে টহল দল রাত সোয়া ৯টার দিকে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১৮০/৭-এস হতে আনুমানিক ৩’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি মাঠ হতে পরিত্যক্ত অবস্থায় ৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।
 
তিনি আরো জানান, চোরাচালানরোধে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।
 

এমএসি/আরএইচ