চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন দাবীতে জাসদের বিক্ষোভ মিছিল

বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর ২০২১ ২২:০৪


:: ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  ::


রাষ্ট্রের সেবামূলক সকল প্রতিষ্ঠানকে দূর্নীতিমুক্ত করতে জবাবদিহিমুলক ব্যবস্থা গ্রহণ, জেলা হাসপাতালে চিকিৎসা নিশ্চিতকরণে চিকিৎসকদের ক্লিনিক বাণিজ্য বন্ধ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জন্মনিবন্ধন ব্যবস্থায় হয়রানি বন্ধ ও অযৌক্তিক কর প্রত্যাহার এবং নেসকো কর্তৃক জোরপূর্বক স্মার্ট প্রি-পেমেন্ট মিটার প্রতিস্থাপন বন্ধ করে গণশুনানীর দেয়ার দাবী জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নিমতলা এলাকার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য দেন, জেলা জাসদের সহ-সভাপতি নিয়ামুল, জেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, জাতীয় যুব জোট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক আব্দুল মজিদ, জেলা ছাত্রলীগের সভাপতি শামিম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ তসিকুল রেজা খাঁন তনু প্রমুখ।

বক্তারা বলেন, দূর্নীতিমুক্ত করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। তাহলে দেশ আরও উন্নতির দিকে ধাবিত হবে। এছাড়া হাসপাতালে সেবা গ্রহীতারা ঠিকমত চিকিৎসা সেবা পাচ্ছে না। সরকারি বেতন পাওয়ার পরও তারা ক্লিনিক বাণিজ্য চালিয়ে আসছে।
স্বাস্থ্যবিভাগে রীতিমত অরাজকতা চলছে, সরকারকে শক্ত হাতে দমন করতে হবে। এদিকে পৌরসভায় জন্মনিবন্ধন করতে আসা সেবাগ্রহীতারা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। এব্যাপারে তাদের কোন ভ্রুক্ষেপ নেই।

অযৌক্তিকভাবে করের বোঝা চাপিয়ে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। অবিলম্বে কর প্রত্যাহারের দাবী জানান বক্তারা। এছাড়া নেসকো গ্রাহকের অনুমতি না নিয়ে জোরপূর্বক মিটার স্থাপন করছে। এমনকি তারা গ্রাহকের প্রতি মামলা করার ভয়ভীতি দেখাচ্ছে, যা মোটেও কাম্য নয়, এহেন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নেসকোর প্রতি উদাত্ত আহ্বান জানান বক্তারা।

এমএসি/আরএইচ