চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস - ২০২১ পালিত

বুধবার ৮ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪৭


:: ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
 
 
মানবকেন্দ্রিক পুনরুদ্ধারের জন্য সাক্ষরতা, ডিজিটাল বিভাজন কমিয়ে আনা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার দুপুর সোয়া ১২টায় জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবেন্দ্রনাথ উরাওঁ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ। এসময় তিনি বলেন, শিক্ষিত জনগোষ্ঠী দেশের সম্পদ।
 
সরকার দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের পাশাপাশি সাক্ষরতা ও দক্ষতা উন্নয়নে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। এছাড়া দেশের বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীকে যথাযথ শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ জনসম্পদে পরিণত করে বাংলাদেশকে উন্নয়নের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সকলে একযোগে কাজ করলে দেশ পুরোপুরি নিরক্ষরমুক্ত হবে।
 
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আতোয়ার রহমান, জেলা শিক্ষা অফিসার মোহা. আব্দুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ পিটিআই’র সুপারিনটেডেন্ট এম এইচ এম রুহুল আমিন, চেতনা মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাফরুল আলম প্রমুখ।
 
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান।

এমএসি/আরএইচ