চাঁপাইনবাগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ হেরোইন,  ইয়াবা ও ১টি পিস্তল, ১ রাউন্ড উদ্ধার

মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩৩


:: ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
 
 
চাঁপাইনবাগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩ কেজি হেরোইন, ৫হাজার ৫ পিস ইয়াবা ও ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি এবং ২ টি ম্যাগজিন উদ্ধার করেছে। সোমবার দিবাগত গভীর রাতে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ বিওপির এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। আজ মঙ্গলবার ৫৯ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
 
জানা গেছে, ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, উপ অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার আলম ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে কিরণগঞ্জ সীমান্ত পিলার ১৭৮/৩-এস এর কাটাতাঁর সংলগ্ন এলাকায় চোরাকারবারীদের চলাচল সনাক্ত করা হয়।
 
একপর্যায়ে তাদের ৩ দিক থেকে অভিযান চালানোর সময় চোরাকারবারীরা দ্রুত ভারত অভিমুখে পালিয়ে যায়। পরে উপরোক্ত স্থান ব্যাপক তল্লাশী চালিয়ে ৩ কেজি হেরোইন, ৫হাজার ৫ পিস ইয়াবা ও ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি এবং ২ টি ম্যাগজিন উদ্ধার করে।
 

এমএসি/আরএইচ