চরফ্যাশনের অভিযানের নামে তালবাহানা মৎস্য কর্মকর্তার

বৃহস্পতিবার ৩০ জুন ২০২২ ১৮:৩৭


:: নিয়াজ মাহমুদ জয়, ভোলা জেলা প্রতিনিধি ::
 
সমুদ্রগামী জেলের জন্য ৬৫ দিনের মাছ ধরা নিষিদ্ধ থাকলেও, ভোলার চরফ্যাশনে আইনের ছিটেফোঁটা কার্যক্রম  নেই। ২০মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫দিন সাগরে মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। 
 
ভোলা জেলার সকল উপজেলায় সমুদ্রগামী ট্রলার বন্ধ থাকলেও চরফ্যাশন মৎস্য অফিসের সাথে চুক্তি করে চলে ট্রলার, দৌলতখান বোরহানুদ্দিনের জেলেরা বলেন আইন কি শুধু আমদের জন্য করা হয়েছি নাকি। ভোলা জেলার, চরফ্যাশন বাদে, বাকি উপজেলার, জেলেদের মনে চাপা ক্ষোভ বিরাজ করছে।
 
ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন,চট্রগ্রাম থেকে
বোট চুক্তি করে, এনে, টাকায় বিনিময়ে, সামরাজ মৎস্য ব্যবসায়ীরা, অভিযানের দিন সময়  গুলো মৎস্য অফিস ম্যানেজ করে, প্রতি বছর নিদিষ্ট সময়  একদিন আগেই, বিভিন্ন ঘাট থেকে ছেড়ে আসে, অভিযান ৬৫দিন, সামরাজ থেকেই মাছ আহরণ করে। 
 
এই ভাবে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রশাসনের নাকের ডগায় দিয়ে চরফ্যাশন চলছে, মৎস্য আহরণ। 
চরফ্যাশন সামরাজে স্থানীয় সুত্রে জানা যায়, চরফ্যাশন উপজেলা মৎস্য অধিদপ্তর ও প্রশাসন মেনেজ করেই চলছে, মৎস্য আহরণ। 
 
স্থানীয় অনেকেই বলেন, মৎস্য অফিস নামে, কিছু আছে কি না তাও তারা কখনো শুনেনি। 
 
চরফ্যাশন উপজেলা, সিনিয়র মৎস্য কর্মকর্তা, মারুফ এর  সাথে কথা বললে তিনি জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।

এমএসি/আরএইচ