চবিতে সংঘর্ষের পর হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার

বৃহস্পতিবার ১০ মার্চ ২০২২ ১১:৫৩


ইব্রাহিম আল সোহাগ, চট্টগ্রাম ::

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের পর দুইটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে কর্তৃপক্ষ। অভিযান চালিয়ে বেশ কিছু ‘দেশীয় অস্ত্র’ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

গত বুধবার (৯ মার্চ) দিবাগত রাত ১টা থেকে আড়াই ঘণ্টা এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগের দুই উপগ্রুপ বিজয় এবং সিএফসির মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন ছাত্রলীগকর্মী আহত হয়। পরে গভীর রাতে শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলে আড়াই ঘণ্টার অভিযান চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

অভিযানে সোহরাওয়ার্দী হল থেকে ২টি রামদা, ৬ থেকে ৭টি ক্রিকেটে খেলার স্টাম, কিছু কাচের বোতল এবং শাহ আমানত হল থেকে ৩ টি রামদা, একটি বিদেশী খালি মদের বোতল, ১৬টি লোহার পাইপ, রড ও ৩টি বটি উদ্ধার করে পুলিশ।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, সংঘর্ষের পর শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা দুটি হলে তল্লাশি চালিয়েছি। পুলিশ আমাদের সহায়তা করেছে। এসময় দুইটি হল থেকে রামদা, গুলতি, কাচের বোতল ও রডসহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করেছি।

 

 

 

এমএসি/আরএইচ